প্রকাশিত: Tue, May 23, 2023 2:44 PM
আপডেট: Mon, Jan 26, 2026 7:22 AM

রাজধানীর সায়েন্সল্যাবে পুলিশ-বিএনপি সংঘর্ষ

রিয়াদ হাসান: সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতা-কর্মীরা। 

বিকেল পৌনে ৪টার দিকে পদযাত্রাটি সীমান্ত স্কয়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি বাংলাদেশ মেডিক্যাল থেকে শুরু করে পদযাত্রা কর্মসূচিটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সাইন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

পুলিশি বাধার মুখে কর্মসূচি শেষ ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এসময় দলটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সরেজমিনে দেখা গেছে, মিছিলে অংশ নেওয়া কিছু নেতা-কর্মী ওই স্থানে দেওয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তখন বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এসময় বিক্ষুব্ধরা সিটি কলেজের সামনে বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ধানমন্ডি ৩ নম্বর ক্রসিং রোডের পুলিশ বক্স ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাঁকা গুলি, টিয়ারশেল এবং কাঁদানেগ্যাস নিক্ষেপ করে।

এসময় পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবিসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে বলে দাবি করেন নেতাকর্মীরা।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, পদযাত্রার শেষের সারি থেকে কিছু ছেলে পুলিশের ওপর চড়াও হয়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে লাঠিপেটা করে। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, সংঘর্ষে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। অনাকাক্সিক্ষত ঘটনাটি তারা না ঘটালেও পারত। এখন আমরা আইনগত ব্যবস্থা নেব। এ ঘটনায় ১০/১২ জনকে আটক করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব